https://www.afgoiania.net/profile/daftar-23-situs-slot-online-terbaru-2022-gacor/profile

নেপালি সিনেমায় প্লে ব্যাক ও অনুষ্ঠানে যোগ দিতে সঙ্গীতশিল্পী রেজওয়ান যুক্তরাজ্যে


সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রেজওয়ান রাজ সঙ্গীতানুষ্ঠানে অংশ নিতে এবং যুক্তরাজ্যে নির্মাণাধীন একটি নেপালি চলচ্চিত্রের গানে প্লে-ব্যাকে অংশ নিতে যুক্তরাজ্যে গিয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্য থেকে সঙ্গীত শিল্পী রেজওয়ান জানান, তিনি গত বুধবার বেলা আড়াইটার সিলেট থেকে বিমানযোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা করেন।

বৃহস্পতিবার তিনি যুক্তরাজ্যে পৌঁছান। সময় সল্পতার কারণে তিনি সবাইকে বিষয়টি জানাতে পারেননি।
রেজওয়ান রাজ জানান, যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির নিমন্ত্রণে বেশ কয়েকটি লাইভ অনুষ্ঠানে তিনি অংশ নিবেন। পাশাপাশি একটি নেপালি সিনেমার গানেও প্লে ব্যাক করার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, রেজওয়ান দীর্ঘদিন ধরে সিলেটের গানের জগতে কাজ করছিলেন। তার তৈরি বেশ কয়েকটি মিউজিক ভিডিও বেশ আলোচিত হয়েছে।

 

 

সংবাদ বিজ্ঞপ্তি ।।
Loading...