সিলেট সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস. এম. শওকত আমীন তৌহিদের জন্মদিন উপলক্ষে রুমেল আহমদ রুমিনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) রায়নগরস্থ চৌমুহিনীতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিলর এস. এম. শওকত আমীন তৌহিদের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। দোয়া মাহফিলে কাউন্সিলর এস. এম. শওকত আমীন তৌহিদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল রহমান জামিল, মুসফিক জাগিরদার, জামাল আহমেদ, আবু সুফিয়ান নেবু, আবু সাহিদ সেবু, আবু ফয়সল জিয়াদ, ফজলে তানভির, হরি লাল দাস, খোরশেদ আহমেদ (খুশু), রেজাউল কবির, শাকিল আহমেদ নাজিম, জাকির হোসেন শিপন, মো: আলা উদ্দিন, রায়হান উদ্দিন জামিল, জুয়েল দাস, বাপন চন্দ, ধ্রুবত দাস, তমাল রায়, মো: টিপু সুলতান, রসন আলী প্রমুখ।
— বিজ্ঞপ্তি ।।