
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার আলিম মাদ্রসার ৪৬তম বার্ষিক ইসলামি সম্মেলন-২০২১ আগামী ২৮ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রসা মাঠে এই সম্মেলন চলবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র সভাপতি ও সাহেব জাদায়ে ফুলতলি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালালপুর জালালীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জ.উ.ম. আব্দুল মুনঈম, হযরত মাওলানা শিহাব উদ্দিন সাহেব (অলিপুরী), সুনামগঞ্জ মিয়ারবাজার ফাযিল মাদ্রসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খাঁন এবং বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রসার আরবী প্রভাষক হযরত মাওলানা নাজিম উদ্দীন। উক্ত সম্মেলনে মুসল্লিদের উপস্থিত থাকতে সবিনয় অনুরোধ জানিয়েছেন লালাবাজার আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল লতীফ।
— বিজ্ঞপ্তি ।।