সুরমা টাইমস ডেস্ক::
সিলেট নগরীর বারুতখানা তেমুখী লালবাজার রাস্তায় ইয়াবা বিক্রিরত অবস্থায় মাদক ব্যবসায়ী রনিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী রনি দক্ষিণ সুনামগঞ্জের ডুঙ্গরিয়া গ্রামের মৃত মজুমদার আলীর পুত্র। তার কাছে পুলিশ ২৩ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে।
জানা যায়, রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ি। নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা কিনে পুরো সিলেট জুড়ে তা খুচরা দরে বিক্রি করে।
তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।