সুরমা টাইমস ডেস্ক::
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলায় বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী ও এক পুরুষকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভার্থখলাস্থ হানিফ আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার নন.এফ.আই আর নং-১০, তাং-১৭/০১/২০২১খ্রি. ধারা- এস.এম.পি.এ্যাক্ট এর ৭৭ বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।