
সুরমা টাইমস ডেস্ক::
সৌদি আরবের তায়েফ প্রদেশের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় প্রদেশের তুরাবায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতদের দুজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন- কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে সাতবাঁক ইউপির চেয়ারম্যান আব্দুল মান্নান এতথ্য নিশ্চিত করেছেন।