
সুরমা টাইমস ডেস্ক::
অদ্য ২৭/১১/২০২০খ্রিঃ রাত অনুমান ০৯:১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি পুলিশ কমিশনার জনাব মোঃ মাইন উদ্দিন খাঁন এর নেতৃত্বে এসআই(নিঃ) উত্তম রায় চৌধুরী, এসআই(নিঃ) আবু রায়হান নূর, এএসআই(নি.)/১২২৩ মুহিবুবর রহমান, এটিএসআই/৩৭৩ আমির হোসেন, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল/৯৭৭ শাহিন মজুমদার, কনস্টেবল/১৮৩৭ রিপন দে-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বালুচর নতুন বাজার আলী মিয়ার রিক্সার গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ সুমন আহমদ (৩০), পিতা- মোঃ আলী মিয়া, মাতা- শাহেরা বেগম, সাং- নতুন বাজার, আলী মিয়ার গ্যারেজ, বালুচর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সহিত জড়িত। অনুসন্ধানকালে আরো জানা যায় যে, সিলেট টিবি গেইট এলাকা হতে ইয়াবা ট্যাবলেটগুলো বিশেষ কৌশলে সংগ্রহ করে ঘটনাস্থল এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।