ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল
শারদীয় দুর্গা পুজার নবমী তিথিতে পুজা মন্ডপে স্ব-পরিবারে পরিদর্শনে যান।
তিনি নগরীর মির্জাজাঙ্গালে সনাতন যুব ফোরাম সিলেট এর পূজা মন্ডপে উপস্থিত
হলে তাঁকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক
রজত কান্তি গুপ্ত অভ্যর্থনা জানান।
এসময়ে তিনি মন্দিরে দেবী দুর্গাকে প্রণাম জানিয়ে পুজারীদের কথা বলেন।
তিনি সিলেট নগরীর পূজা আয়োজন দেখে উপস্থিত আয়োজকদের ধন্যবাদ জানান। সনাতন
যুব ফোরাম সিলেট এর পূজা কমিটির পক্ষ থেকে নব-নিযুক্ত সহকারী হাই কমিশনার
কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সনাতন যুব ফোরাম সিলেট এর সভাপতি মিহির দেব, সাধারণ
সম্পাদক প্রদীপ কুমার কর্মকার সহ পূজা কমিটির সদস্যবৃন্দ। সনাতন যুব
ফোরাম সিলেট এর পক্ষ থেকে তাঁকে স্ব-পরিবারে পূজা দেখতে আসায় কৃতজ্ঞতা
জানানো হয়।
— প্রেস বিজ্ঞপ্তি ।।