
গোলাপগঞ্জ প্রতিনিধি
গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি মাদ্রাসা মসজিদের দানবাক্সের টাকা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) দুপুরের কোন এক সময় মসজিদের ভিতরে ঢুকে কে বা কারা দানবাক্সের টাকা নিয়ে যায়।
জানা যায়, অনেকদিন থেকে মসজিদের নির্মাণ কাজ চলছে। এজন্য মসজিদের দুটি দরজার মধ্যে একটি দরজা বাঁশবেত দিয়ে তৈরি ও অন্যটি গ্রিলের। আসরের নামাজের জন্য গিয়ে মসজিদের মুয়াজ্জিন হাফিজ জামাল উদ্দিন দেখতে পান বাঁশবেত দিয়ে তৈরি দরজারটি খোলা। এসময় তিনি ভিতরে গিয়ে দেখতে পান মিম্বরের পাশে থাকা দান বাক্সটি ভাঙা।মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হুসাইন আহমদ বলেন, মসজিদের দানবাক্সে আনুমানিক ১৫-২০ হাজার টাকা ছিল। গত কয়েকদিন থেকে বাক্সটি খোলা হয় নি। বিষয়টি সাথে সাথে মসজিদ কমিটিকে তারা অবগত করেন।