
গোলাপগঞ্জ প্রতিনিধি::
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেলের নির্দেশে ওসির তত্ত্বাবধানে এসআইজাহাঙ্গীর আলম এর নেতৃত্বে অভিযান করে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আলেখ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আলেখ গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মৃত আরমিছ আলী। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৫হাজার টাকা।
বুধবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন মহোদয়ের নির্দেশে গোলাপগঞ্জ থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে পুলিশ। গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।