
সুরমা টাইমস ডেস্ক::
হবিঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতছড়ি এলাকায় এ অভিযান করা হয়।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট থানার সাতছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৯ বোতল ফেনসিডিলসহ রিমন ভৌমিক (২৪) নামক যুবককে আটক করে র্যাব সদস্যরা। সে ওই এলাকার সুনিল ভৌমিকের ছেলে।