শ্রীমঙ্গল প্রতিনিধি ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদেশি মদসহ মিঠুন বারাইক নামের ১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনায় ডিবির একটি বিশেষ মাদকবিরোধী সেল সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল থানার কালীঘাট ইউপি থেকে ১২ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় মদসহ তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি শিশেল বাড়ি চা বাগান এলাকায় বলে জানিয়েছে ডিবি।
তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।