জৈন্তাপুর প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন স্কুল ও কলেজের নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও জৈন্তাপুর বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বিলাল প্রমুখ।
জানা গেছে, উপজেলার নন-এমপিও ভূক্ত ৫১ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৫৫ হাজার টাকা ও ৯ জন কর্মচারীকে ২ হাজার ৫ শত টাকা করে মোট ২২ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়।