
সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক ও মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান পুতুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে রাজনৈতিক অঙ্গনে এক সুপরিচিত নাম ছিলো আব্দুল মান্নান পুতুল। তিনি ছিলেন দলের জন্য নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ। তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক ও মহানগর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান পুতুল বৃহস্পতিবার (৯জুলাই) সন্ধ্যায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই এই বিএনপি নেতা নানা জটিল রোগে ভোগছিলেন।
— প্রেস বিজ্ঞপ্তি ।।