লক্ষ্মীপুর প্রতিনিধি::
লক্ষ্মীপুরের রায়পুরে ০৭/ ০৭/ ২০২০ মঙ্গলবার রাত ৮ টায় রায়পুর থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় ওসি মোহাম্মদ আব্দুল জলিল সাংবাদিকদের সাথে রায়পুর উপজেলার আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া কিশোর গ্যাং মাদক, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু মুসা মোহন সহ-সভাপতি মোহাম্মদ আজম, আব্দুর রহমান তুহিন চৌধুরি, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মুরা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাৎ হোসেন শিমুল, মোঃ শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জহির হোসেন,প্রচার সম্পাদক এমএইচ রন, ক্রিয়া সম্পাদক কাউছার আলম, এবং ও অন্যান্য সদস্যরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, গত ০১ / ০৭/ ২০২০ লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান(পিপিএম সেবা) অফিসের এক প্রজ্ঞাপনের মাধ্যমে।
রায়পুর থানায় মোঃ আব্দুল জলিল কে অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয় এর আগে তিনি সর্বশেষ বান্দরবান সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্বে ছিলেন।