সুরমা টাইমস ডেস্ক::
সিলেটের বিভিন্ন থানায় খুন, ডাকাতি অস্ত্র ও চাঁদাবাজী মামলা সহ র্সবমোট ১২টি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী তানিম আহমদ ওরফে বাবলুকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। এসময় তার সাথে থাকা আরেক সহযোগী হাসানকেও গ্রেপ্তার করে পুলিশ।
বাবলু জালালাবাদের নোয়াপাড়া বন্ধন-বি ৫১নং বাসার জমসেদ আলীর ছেলে ও হাসান বন্ধন-ডি মাসুকের কলোনির রবিউলের ছেলে।আজ ৭ জুলাই, মঙ্গলবার জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।তিনি জানান, গত ৪ জুলাই সন্ধ্যায় আখালিয়া নোয়াপাড়া আদমশাহ মসজিদের পাশে অটোরিক্সা গ্যারেজের মালিক শরীফ আহমদের কাছে চাঁদা দাবি করে বাবলু। এ ঘটনায় শরীফ আহমদ বাদী হয়ে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।