নিজস্ব প্রতিবেদক::
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন আরও ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট সদর উপজেলার ১৬ জন, হবিগঞ্জের ১৫ জন এবং বিশ্বনাথ উপজেলার একজন।
শনিবার (২০শে জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩২ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, আজ শনিবার সিলেটের কিছু প্রশাসনিক লোকের নমুনা পরীক্ষা করা হয়। বাকি সবাই ছিলেন হবিগঞ্জের। তাদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট জেলায় ১৭২০ ও হবিগঞ্জে ২৯১ জন করোনায় আক্রান্ত রয়েছেন।