সিলেট-সুনামগঞ্জ সড়কের চাঁনপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
শনিবার (৬ই জুন) রাত এগারোটার দিকে চেকপোস্ট ডিউটির সময় চাঁনপুর জামে মসজিদের সামনে সন্দেহভাজন সিএনজি অটোরিকশা তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় ওই অটোরিকশার আরোহী দুই যুবককে মাদক বহন করার দায়ে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার সদর থানার মোহনপুর পশ্চিমহাটি গ্রামের আবুল বাশারের ছেলে জাকারিয়া আহমদ (২১) ও ছাতক থানার ভাতগাঁও পশ্চিমপাড়া গ্রামের মারফত আলীর ছেলে সেবুল মিয়া (৩৩)।
আটক হওয়া দুই যুবক, সিএনজি অটোরিক্সা ও উদ্ধার করা মাদক জালালাবাদ থানায় প্রেরণ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
— প্রেস বিজ্ঞপ্তি ।।