নিজস্ব প্রতিবেদক::
সিলেটের বিশ্বনাথ থেকে মানবপাচার মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (১লা জুন) বিশ্বনাথের রহমাননগর গ্রাম থেকে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান (২০) সিলেটের বিশ্বনাথের রহমান নগর গ্রামের ফারুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।