গত ২০শে মে ২০২০ ইং তারিখ ১২.০০ ঘটিকা হইতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে এবং মোঃ আল আমিন, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর সমন্বয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিু, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ০৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানের নাম ও অর্থদন্ডের পরিমাণ- ১। সৈয়দ মুবিন ষ্টোর- ৪০০০/-, ২। মোনোর ষ্টোর- ৪০০০/-, ৩। জয়দেব ষ্টোর- ৪০০০/-, এবং ৪। সাইফুল ষ্টোরকে- ৫০০০/ টাকা করে সর্বমোট- ১৭,০০০/-(সতের হাজার) টাকা জরিমানা প্রদান করা হয় এবং ভেজাল খাদ্যদ্রব্য জব্দ করে তা ধ্বংস করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
— প্রেস বিজ্ঞপ্তি ।।