গত ১৭ মে ২০২০ ইং তারিখ ০৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃতে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার বিম্বম্ভরপুর থানাধীন মাইজেরটেক গ্রামস্থ ধৃত আসামীর বসত ঘরের পিছনে ফসল জমি থেকে চল্লিশটি কাঁচা গাঁজার গাছ যার ওজন ৩০ কেজিসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ ১। মোঃ সাত্তার মিয়া (৪০), পিতা- মৃতঃ হযরত আলী, সাং- মাইজেরটেক, থানা- বিশ^ম্ভরপুর, জেলা- সুনামগঞ্জ। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
—প্রেস বিজ্ঞপ্তি ।।