
শ্রীমঙ্গল প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরো এক যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বয়স ২৫বছর। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন। আক্রান্ত ব্যক্তির বাড়ী শ্রীমঙ্গলের সিন্দুরখাঁন ইউনিয়নের খাইরুজ্জামা গ্রামে।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি গত ২৩শে এপ্রিল চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন এবং সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে এক্স-রে টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আমরা গত ২৪শে এপ্রিল তারিখে আক্রান্ত ব্যক্তির নমুনা সিলেটে প্রেরণ করি। সিলেট থেকে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে আজ মঙ্গলবার দুপুরে তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি মোটামুটি সুস্থ আছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়িসহ ও আশপাশের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সব বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। সবার রিপোর্ট না আসা পর্যন্ত সবগুলো বাড়ি লকডাউন থাকবে।