ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে ২৬ পিস ইয়াবাসহ এমরান মিয়া (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার নগরীকাপন এলাকার মৃত সিকন্দর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (৯ই এপ্রিল) বিকেলে উপজেলার নগরীকাপন জামে মসজিদের পাশের রাস্তা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসমানীনগর থানার এস আই সুজিত চক্রবর্তী জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নগরীকাপন জামে মসজিদের পাশের রাস্তা থেকে এমরান মিয়াকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।