
সুরমা টাইমস ডেস্ক::
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা,দলইর গাঁও টাইটেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মাস্টার মখলিছুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।
গতকাল ৩রা এপ্রিল শুক্রবার রাত ১১.৩০ মিনিটের সময় সিলেটস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৭৫ বছর তিনি স্ত্রী, ৫ মেয়ে,আত্বীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
এদিকে প্রবিন আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।