
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: বর্তমানে মানুষকে নি:স্ব করার ভয়ানক অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে সুদ। সুদখোর মহাজনদের চক্রবৃদ্ধিতে চড়া সুদের ব্যবসা। এই বিষয় সামনে রেখে সুদখোরদের ঠেকাতে বৈঠক করছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বারোহাল গ্রামের বাসিন্দারা।
বৈঠকে গ্রামবাসীরা বলেন, এলাকায় রমরমাভাবে সুদের ব্যবসা চলছে। সুদের কারণে অনেক পরিবার পথে বসছে। অনেকেই হয়েছেন নিঃস্ব। সুদখোররা মানুষের কাছে ক্ষমা চেয়ে ব্যবসা বন্ধ না করলে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে বলে ঘোষণা দেন গ্রামের মানুষজন।
সোমবার
রাতে স্থানীয় বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত সভা গ্রামের শালিসি ব্যক্তি
ছালিক মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার
লোকজন।