সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের দেয়াল বর্ষপঞ্জি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল তিনটায় ভিসি সচিবালয়ের মিলনায়তন কক্ষে এক অনাড়ম্বর প্রকাশনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রফেসর ড. এ.এস.এম মাহবুব, প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, প্রফেসর ড. মো. আলতাফ হোসেন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মো. আনিসুর রহমান, এডিশনাল রেজিস্ট্রার ফজলুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বর্ষপঞ্জি প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। — বিজ্ঞপ্তি ।