নিজস্ব প্রতিবেদক :: গতকাল ০৯/০১/২০২০ খ্রি: তারিখ ২২:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞা দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন নয়াপাড়া ভাতালিয়া এলাকায় অভিযান চালিয়ে সিলেট শহরের চিহ্নিত ০১(এক) জন মাদক ব্যবাসায়ীকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করিয়াছেন।
আটককৃত ব্যক্তি হলেন: ১। শ্রী সজল কুমার ঘোষ (৪৪), পিতা-মৃত উষা রঞ্জন ঘোষ, মাতা-মৃত মিনু বালা ঘোষ, স্ত্রী-ধ্রুপদী রানী ঘোষ, স্থায়ী: গ্রাম-ভাতালিয়া (বিথীকা ৭/বি, নয়াপাড়া), উপজেলা/থানা-সিলেট সদর (কোতোয়ালী), সিলেট।
বর্ণিত ঘটনার বিষয়ে “আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে”। গ্রেফতারকৃত আসামী শ্রী সজল কুমার ঘোষকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব জেদান আল মুসা ।