সিলেট মহানগরীর অন্তর্ভূক্ত ২নং ওয়ার্ড আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. গৌসুল আলম (গেদু)-কে সভাপতি ও তাজ আহমদ লিটনকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। উল্লেখ্য, গত ২০ অক্টোবর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারী নাম ঘোষণা করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি পান্না লাল রায়, আহমদ কামাল, সিরাজুল ইসলাম, চিন্ময় চৌধুরী, রথি মোহন মোদক, উত্তম চৌধুরী ও জয়দ্বীপ ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আহমদ, নাবিল আল আলম ও অপূর্ব কুমার দাস, সাংগঠনিক সম্পাদক বিবেক কর (ভুলেট), রাজন চন্দ ও সাইদুল ইসলাম রাব্বি, আইন বিষয়ক সম্পাদক এড. দিলীপ কুমার দাস চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান দুদু, তথ্য ও গবেষণা সম্পাদক পাপলু পন্থ দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কুতুব উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল মালিক মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গৌতম রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ধীরেন্দ্র কুমার দাশ, মহিলা বিষয়ক সম্পাদিকা মৃদুলা পুরকায়স্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাথুরাম বণিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলীপ মোদক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, শ্রম সম্পাদক শাহ আলম, সাংস্কৃতিক সম্পাদক অপু বণিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ভুবন শংকর দাস, সহ দপ্তর সম্পাদক অরিজিত রায় রাকু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন মোদক, কোষাধ্যক্ষ গোবিন্দ লাল রায় ও সদস্য সদর উদ্দিন আহমদ চৌধুরী, এড. প্রদীপ কুমার ভট্টাচার্য্য, বিক্রম কর সম্রাট, আব্দুল মতিন বাদশা, এড. প্রহল্লাদ দে, এড. সন্তু দাস, এড. সাধন পাল, এড. শুভংকর দাস, এড. অশেষ কর, মিন্ময় দাস (পুলু), জাহাঙ্গীর আহমদ, রনবীর চক্রবর্তী হারান, তপন দাস, রাজিব শর্মা, শ্যামল চৌধুরী, মদন মোহন কর্মকার, আবু তাহের মোহাম্মদ শোয়েব, চন্দন সাহা, গৌতম বণিক, শেখ রফিকুল ইসলাম, আবু তাহের, রফিকুল ইসলাম, জুয়েল শিকদার বাধন সাহা, আনোয়ার হোসেন বাবুল, রায়হান আহমদ, মো. গোলাম কিবরিয়া, টুটুল দাস, তপন মালাকার, মৃণাল কান্তি দাস বাচ্চু, পার্থ প্রতীম মিত্র, পংকজ দাস, কেশব সেন, প্রণব সেনাপতি পান্না, রঞ্জু দাস, ধ্র“ব দে, শামীম আহমদ মতিন। বিজ্ঞপ্তি
Loading...