র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট নগরীর কাষ্টঘর থেকে অভিযান চালিয়ে ৯ জুয়াড়ীকে আটক করেছে।বৃহস্পতিবার রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা
অবস্থায় তাদেরকে আটক করে।আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।আটককৃতরা হল- বি-বাড়িয়া জেলার নবী নগর থানার কৃষ্ণ নগর গ্রামের মৃত হিরু মিয়ার ছেলে
ইকবাল হোসেন (৩২), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার রসুলপুর গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫০),
সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মঙ্গলপুর গ্রামের মশরফ আলী প্রঃ কালা মিয়ার ছেলে আবুল খায়ের লিটন (২৪),
সিলেটের কামালগড় এলাকার আরিফুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম সৌরভ (২৩), সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার মৃত আকাব্বর আলীর ছেলে মো. দিপক মিয়া(৩৩), সিলেটের মেন্দিবাগের জাকির হোসেনের ছেলে হৃদয় হোসেন (২৪), সিলেট নগরীর বাগবাড়ি এলাকার বাবুল ঘোষের ছেলে রাহুল ঘোষ বাপ্পু (২৪), হবিগঞ্জ জেলার রাজুরা গ্রামের আব্দুল বাছিরের ছেলে সাকিল মিয়া (১৯), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. হারুন মিয়া (৪০)
।আটককৃতদের এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।বিজ্ঞপ্তি