গত ০৭/০৭/২০১৯খ্রিঃ তারিখ রাত অনুমান ২০:৫৫ ঘটিকার সময়, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ শাহিন মিয়া, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দক্ষিণ সুরমা থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্বারে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য তথা গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদটি প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২০:৪৫ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলীস্থ পাবলিক টয়লেটের সামনে পাকা রাস্তার উপর পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী ১। মোঃ আসাদুল সরকার বুলেট (২২), পিতা-মোঃ রাজা মিয়া, সাং-পগইল, থানা-গবিন্দগঞ্জ, জেলা-গাইবান্দা, দৌড়ে পলায়নের চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। আটককালে তার কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত ব্যক্তিকে আসামী করে এসআই(নিঃ)/মোঃ শাহিন মিয়া বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তারিখঃ-০৮/০৭/২০১৯খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৯ (ক) রুজু করা হয়। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। -বিজ্ঞপ্তি।
Loading...