জগন্নাথপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের সাথে শুক্রবার (৭ জুন) বিকালে কুশল বিনিময় করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এসময় মন্ত্রী দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর শান্তিগঞ্জ থানার এডিশনাল এসপি মাহমুুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ থানার সকল পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ পরিবারের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।