নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১ তম জন্ম উৎসব গতকাল বৃহস্পতিবার বিকালেনবীগঞ্জ বাজার কেন্দ্রীয় কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় চিত্রাংকন প্রতিযোগীতার মাধ্যমে শুরু হয়েছে । উৎসবকে কেন্দ্র করে নবীগহ্জ উপজেলার সকল ভক্তবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গতকাল সন্ধ্যায় সমবেত প্রার্থনার পর এক কর্মী সম্মেলনে আলোচনা সভা অনুষ্টিত হয়। উৎসব কমিটির সভাপতি বিধু ভুষন গোপের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, মিহির লাল সরকার, তাপস বনিক,মৃম্ময় কান্তি দাশ বিজন,রাখাল চন্দ্র দাশ, রশময় শীল, শিক্ষক সুব্রত দাশ,শিক্ষক নিখিল সুত্রধর,বাবুল পাল,দিপক পাল,রতিশ চন্দ্র দাশ,নরেশ চন্দ্র দাশ,শংকর গোপ,তনয় কান্তি ঘোষ অঞ্জন,রবীন্দ্র দাশ, নিতেশ চন্দ্র দাশ, সজল চন্দ্র দেব,নয়ন দাশ, সুন্দন দাশ, বিশ্বজিত চন্দ,প্রদীপ কুমার দাশ,নয়নমনি সরকার, দিপন চন্দ্র দাশ, বৌদ্ধ গোপ,যাদব সুত্রধর,অর্পন বনিক,হৃদয় শীল,প্রমূখ। অনুষ্টানমালায় রয়েছে আজ শুক্রবার সকাল ৯টায় বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা,দুপুর ১২ টায় চ্রট্টগ্রামের কীর্তনীয়া মৃনাল কান্তি দাশের পরিবেশনায় ঠাকুরের ভাবাদর্শে লীলা র্কীতন,বেলা ২ টা থেকে আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরন,বিকাল ৪ টায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন টাঙ্গাইল মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার পিযুষ কান্তি দাশ। সন্ধ্যা সাড়ে ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন ভারত কলকাতার শিল্পী ভবানন্দ গোস্বামী,চ্যানেল এস শিল্পী পাপড়ী সরকার ভাবনা,বিন্দু বাবু,বাধন মোদকসহ শিল্পীরা। রাত ৯টায় রয়েছে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে হবিগঞ্জ নবজাগরন নাট্য সংস্থার পরিবেশনায় নাটক “ধর্মের জয়” শুক্রবার পালনে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগীতা কামনা করা হয়।
Loading...