বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় চার বোতল বিদেশী মদসহ বিশ্বময় বিশ্বাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের পাখিয়ালা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিশ্বময় উপজেলার তালিমপুর ইউপির গলগজা গ্রামের মতিলাল বিশ্বাসের ছেলে।
বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার সোমবার দুপুরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের পাখিয়ালা এলাকায় অভিযান চালিয়ে চার বোতল বিদেশী মদসহ বিশ্বময়কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।