সুরমা টাইমস ডেস্ক:: নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের মামলায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাই কোর্ট।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণী ও বিচারপতি মো. আলীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এই জামিন দেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দিন গত ১ সেপ্টেম্বর দেশের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। আসামিদের পক্ষে করা পৃথক জামিন আবেদন শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট।
বিএনপির নেতাকর্মীদের পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও দলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, বারের সম্পাদক ও দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
জামিন পাওয়াদের মধ্যে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, নেত্রকোনা, মানিকগঞ্জ, গাইবান্ধা, ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলার নেতাকর্মীরা রয়েছেন।