নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে প্রায় ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া নেতৃত্ব দেন।
অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনের ফুটপাতে বসা হকারদের উচ্ছেদ করা হয়। এসময় হকার আবুল কালামকে ২ হাজার টাকা, হাসান আলী ও রুমান আহমদকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া নগর ভবনের সামনের ফুটপাত, সার্কিট হাউজের সামনের ফুটপাত থেকেও হকারদের সরিয়ে দেয়া হয়।
অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।