সুরমা টাইমস ডেস্কঃঃ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার (৯ই এপ্রিল) বিকাল সাড়ে চারটায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন বৈঠকে বসা প্রতিনিধি দলের সোহেল।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের নেতৃত্বে আন্দোলনকারীদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে বলে নিশ্চিত করেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ।
বৈঠকে ওবায়দুল কাদের ছাড়াও উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মাহবুব উল আলম হানিম আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মৃণাল কান্তি দাশ প্রমুখ।