এমসি কলেজ প্রতিনিধি :: চলতি বছরের ৭ জানুয়ারি নিজ দলের প্রতিপক্ষের হামলায় খুন হওয়া ছাত্রলীগকর্মী তানিম খানের আত্মার মাগফিরাতে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ জোহর সিলেট সরকারি কলেজের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ কাজী আতাউর রহমান তানিম খানকে নিয়ে দীর্ঘসময় ধরে স্মৃতিচারণ করেন। এসময় তিনি বলেন, ‘আমার সন্তানকে আমরা হারিয়েছি, সে আমার ছাত্র, সে আমার সন্তান। তার মৃত্যু আমাকে বহুবার কাঁদিয়েছে। তার স্মৃতি কখনো ভুলার নয়। আমি তানিমের আত্মার মাগফিরাত কামনা করি।’
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম এহসান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত তানিম খানের সহোদর তানভীর খান, সহোদর বাবলু খান, মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালীউল্লাহ বদরুল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী, এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন, হোসাইন আহমেদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম, মওদুদ আহমেদ আকাশ।
এছাড়া মিলাদ মাহফিলে এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।