সুরমা টাইমস ডেস্ক ঃঃ গোপালগঞ্জে এক নারী ও দুই যুবককে ইয়াবাসহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। রোববার রাত সাড়ে ১২টার দিকে শহরের মিয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
ওই অফিসের সহকারী পরিচালক এস.এম. সাকিব হোসেন-এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে লাকী বেগম (২২), সিরাজুল ইসলাম (২৫) ও শফিকুল ইসলাম (২৬)কে ২৬০ পিস ইয়াবা ও এক লাখ টাকাসহ আটক করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক এস.এ. সাকিব হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক, ইয়াবা বিক্রি ও সেবনকারীদের আড্ডা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।