নিজস্ব প্রতিনিধি:: সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ সোহান আহমেদ ওরফে মুছাকে (২৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। তিনি উপজেলার ছালামতপুরের শাহ খুরশেদ আলমের ছেলে।
আজ সোমবার (২৯শে জানুয়ারি) দুপুর পৌনে ১টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার জানান- রাতে মুছাকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান- মুছার বিরুদ্ধে একাধিক খুন ও মাদক মামলা রয়েছে। তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান- মুছা নবীগঞ্জের আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলার আসামি। এছাড়া তার সৎ ভাই হত্যা মামলারও অন্যতম আসামি মুছা। তিনি এলাকায় মাদকের রাজত্ব গড়ে তুলেছিলেন।