সুরমা টাইমস ডেস্ক:: একুশ শতকে নাগরিক জীবনে অনেকেই গুগল ম্যাপ দেখে পথ চলতে অভ্যস্ত হয়ে পড়েছেন। গলি ঘুঁচি হোক কিংবা রাজপথ, চেনা রাস্তা থেকে বেরোলেই কারো-কারো নজর চলে যায় গুগল ম্যাপের দিকে। কিন্তু এই প্রবণতা যে কতটা মারাত্মক হতে পারে তা টের পেলেন ৩ মার্কিন যুবক। অন্ধের মতো গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে পড়লেন বরফে ঢাকা হ্রদে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরমন্ট-এ ঘটনা ঘটেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরমন্ট-র পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। ওই গাড়িতে ছিলেন তার আরও দু’জন বন্ধু। গুগল ম্যাপের দিকে তাকিয়ে গাড়িটি চালিয়ে বরফজমাট হ্রদে গিয়ে পড়েন তারা।
মার্কিন ওই যুবক জানিয়েছেন, গুগল ম্যাপ তাকে সোজা যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে তিনি এগোতেই নৌকার ঘাটের ওপর দিয়ে গিয়ে পড়েন হ্রদে। হ্রদের ওপর জমাট বরফ থাকায় প্রথমে কিছুটা পিছলে বরফের স্তর ভেঙে তলিয়ে যায় গাড়িটি।
ভেরমন্ট-র পুলিশের দাবি, এই ঘটনার সময় চালক মোটেও নেশার ঘোরে ছিলেন না।