সুরমা টাইমস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের দিনক্ষণ চূড়ান্ত হলো আজ সোমবার। আইপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে, ৭ই এপ্রিল থেকে ২৭শে মে পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।
৬ই এপ্রিল মুম্বাইয়ে হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রথম ম্যাচ ও ফাইনালও হবে ভারতের এই বাণিজ্যিক রাজধানীতে।
ম্যাচ শুরুর সময়ও পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং কাউন্সিল। আগে বিকেল ৪টা ও রাত ৮টায় হতো দুই ম্যাচ। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা জানান- টিভি চ্যানেলের অনুরোধের কারণে এবার বিকেলের ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়, আর পরের ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।
আজ সোমবার গভর্নিং কাউন্সিলের সভায় আরও একটি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাব তাদের চারটি হোম ম্যাচ খেলবে মোহালিতে, বাকি তিনটি হবে ইন্দোরে। দুই বছর নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতায় ফেরা রাজস্থান রয়্যালসের হোম ভেন্যুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ২৪শে জানুয়ারি রাজস্থান হাই কোর্টের শুনানির পর।
আগামী ২৭শে ও ২৮শে জানুয়ারি বেঙ্গালুরুতে হবে এ বছরের আইপিএলের নিলাম।– এনডিটিভি