নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর সুবিদ বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ দেশী মদসহ র্যাবের হাতে বিশ্বজিৎ রায় (২০) নামের একজন আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে ১৪৪ লিটার মদ জব্দ করা হয়।
গতকাল শনিবার দুপুর পৌনে ২টার সময় বিমানবন্দর থানাধীন সুবিদ বাজারের বনকলা পাড়ার নুরানী এলাকা থেকে তাকে আটক করে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। আটক বিশ্বজিৎ রায় এয়ারপোর্ট থানাধীন তারাপুর চাবাগানের মৃত প্রদীপ রায়ের পুত্র।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাইন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাপিড একশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) এর একটি আভিযানিক দল দুপুরে বিমানবন্দর থানার সুবিদ বাজারের বনকলা পাড়ার নুরানী এলাকায় অভিযান চালিয়ে ১৪৪ লিটার মদসহ বিশ্বজিৎ রায়কে আটক করে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।