সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার শাহানা বেগম শানুর খুলিয়াটুলা নিলিমা ৫২/৪ নং বাসায় ককটেল হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সোমবার রাত আনুমানিক ১১টায় একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্র অবস্থায় বাসায় হামলা চালায় ।
এ ঘটনায় বাসার আসবাবপত্র ভাংচুর করা হয়।
এব্যাপারে কাউন্সিলর শাহানা বেগম শানু জানান রাত বাসার ভেতরে ঘুমিয়ে থাকেন তিনি এবং তার ছেলে হঠাৎ করে বিকট শব্দ শুনে লাফিয়ে উঠে দেখতে পান বাসায় একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। সাথে সাথে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন। তিনি জানান অভিযোগ দাখিল করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।