নিজস্ব প্রতিবেদক:: ঘন কুয়াশার কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ ঘণ্টা সব ধরনের ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। তবে এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচল স্বাভাবিক ছিল।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছেন রোববার সকালে আবুধাবি থেকে আসা বিমানের বিজি-২২৮ ফ্লাইটটি ঘন কুয়াশার কারণে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি। পরে সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের অপারেশন সূত্র জানিয়েছে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ফ্লাইট উঠানামা করেনি। পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সার্ভিস বিভাগের কর্মকর্তা আবদুল আজিজ জানান, সকাল সাড়ে ৯টার পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে।