সুরমা টাইমস ডেস্ক:: উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধের পাশাপাশি ব্যক্তিগতভাবে বাসার ছাদেও ‘থার্টি ফার্স্ট’ উদযাপনে কোনো ধরনের আয়োজন করা যাবে না। তাই এবার চার দেয়ালের ভেতর থার্টি ফাস্টের অনুষ্ঠান উদযাপন করতে হবে। এ জন্য ঢাকা মহানগর পুলিশকে অবগত করতে হবে।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, থার্টি ফার্স্ট উদযাপনে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। অনুমতিসাপেক্ষে চার দেয়ালের মধ্যে উদযাপন করা যাবে। তবে ব্যক্তিগতভাবে বাসার ছাদেও উদযাপন করা যাবে না বলে জানান ডিএমপি কমিশনার।
আছাদুজ্জামান মিয়া বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের ডিস্পোজাল ইউনিট ও সোয়াট টিমের সদস্যদের মোতায়েন করা হবে।
রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে জানিয়েছে আছাদুজ্জামান মিয়া বলেন, থার্টি ফার্স্ট উদযাপন নিরাপদ করতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, গুলশান, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাত আটটার পর বহিরাগত ব্যক্তিরা প্রবেশ করতে পারবে না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি নীলক্ষেত ও শাহাবাগ—এই দুটি পথ দিয়ে ঢুকতে পারবে।