নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি ইউনিয়নে একজন বিএনপির প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
শনিবার (৪ জুন) স্থানীয় সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে।
উপজেলার ডৌবাড়ি ইউনিয়নে বিএনপি প্রার্থী আরিফ ইকবাল নেহাল ৪২৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এম নিজাম উদ্দিন পেয়েছেন ৩৮৪৫ ভোট।
লেঙ্গুড়া ইউনিয়নে ১৬৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া সাত্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬৫১ ভোট।
Loading...