সুরমা টাইমস ডেস্ক:: হবিগঞ্জের বাহুবলে ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব।র্যাব জানায়, শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে মোঃ তাজ উদ্দিন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৩৬০ পিছ ইয়াবা, একটি সিমকার্ডসহ মোবাইল ফোন উদ্ধার করে র্যাব-৯। আটক তাজউদ্দিন বাহুবলের দৌলতপুর গ্রামের মৃতঃ আজগর আলীর পুত্র।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।