ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বিকৃতকারী ছাত্রদল নেতা আল সালেহী সায়মনকে গ্রেফতার করেছে পুলিশ। সায়মন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিয়ালিবাজার এলাকা থেকে ফেঞ্চুগঞ্জ থানার এএসআই মারুফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা যায়, আল সালেহী সায়মন তার ফেসবুক ওয়ালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের অংশ বিকৃত করে পোস্ট দেন। এ বিষয়ে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস।
মামলার পর পালিয়ে বেড়াতে থাকেন সায়মন। তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সায়মনকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।