গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২৫টি গাড়ী আটক।
আটককৃত গাড়ীরগুলোর মধ্যে ২২টি নম্বরবিহীন সিএনজি (অটোরিকশা), ১টি করে কাভার্ড ভ্যান, পিকআপ ও টেম্পু রয়েছে। এবং ২৭টি গাড়ীর বিরুদ্ধে রুট পারমিট মামলা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ থানার এডিশনাল এসপি (সার্কেল) রাশেদুল হক চৌধুরী।
অভিযানে অংশ নেন সিলেট জেলা স্পেশাল ফোর্সের টিআই মোহাম্মদ দেলোয়ার হোসেন, এটিআই আবু তাহের, হাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।