নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইঘাট থানাধীন রাধানগর বাজার থেকে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে ৪৪৮ বোতল অফিসার চয়েজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত অফিসার চয়েজের মূল্য প্রায় ২লাখ ২৪ হাজার টাকা বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে-গোয়াইঘাট থানার আগলছপুর গ্রামের মৃত যতীশ দেবের ছেলে রাজু দেব (২২) ও একই থানার নকশিয়ার পুঞ্জি গ্রামের হোসেন টেনশনের ছেলে এডিমান ডিখার (১৮)।
গ্রেফতারকৃতদেরকে র্যাব সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে। শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে থানা পুলিশ গ্রেফতারকৃতদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে জানান গোয়াইঘাট থানার ওসি।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মনিরুজ্জামান বলেন-গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে সিলেটের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে আড়াল করে মাদক সেবীদের কাছে বিদেশী মদসহ বিভিন্ন ধরণের মাদক বিক্রি করে আসছিল।